ডায়ালসিলেট ডেস্ক:: হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ এক নারী সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে জহুরা খাতুনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জহুরা খাতুন (৪৫)কে গ্রেফতার করে।
তিনি উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী। অপর একটি অভিযানে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বুধবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতত্বে পুলিশ তেলিয়াপাড়া নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬কেজি ৭শগ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ডায়ালসিলেট এম/৪

