ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জের মাধবপুরে মেহেদী হাসান (৩২) ও মাহমুদুল হাসান (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাহমুদুল হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর পৌর শহরের সফিক উদ্দিনের ছেলে ও তার সহযোগী মেহেদী হাসান একই এলাকার সুফি উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান এই রায় প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ও মেহেদী হাসানকে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।