১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে ভারতীয় ফেন্সিডিল জব্দ

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদার দুরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫নং সেকশন এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ১৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।