ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের মাধবপুরে নামিদামি তিনটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন।
সোমবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল হাইওয়ে ইন, আল আমিন ও পানসিতে অভিযান চালিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পানি ও ড্রিঙ্কসের মূল্য রাখা ও নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ/৮

