ডায়ার সিলেট ডেস্ক ::  পৌরসভা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ২৭ আগস্ট রবিবার সকাল ১১টায় সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সমন্বয়ক এড.মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত,বাসদ জেলার সদস্য এড.আবুল হাসান,সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজসেবী নজরুল ইসলাম কয়ছর,চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সংগঠক লক্ষ্মণ অধিকারী হৃদয়, অভিভাবক খছরু মাহমুদ চৌধুরী এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইশারাত জাহান রাইসা,প্রাপ্যজিৎ দাস প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা,এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ জীবনে সমাজ পরিবর্তনের আন্দোলনে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান। এছাড়াও বক্তারা শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো,শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করা,ক্যাম্পাস-হোস্টেলে র‍্যাগিং বন্ধ করা,ক্যাম্পাসের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সহ শিক্ষার্থীদের সামগ্রিক  দাবি পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা সনদ প্রদান করা হয়।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *