ডায়ালসিলেট ডেস্ক:গত ৫ই আগস্টের পর অনেক মিথ্যা মামলা হয়েছে। এসব মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তাই মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি আরও বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।’
পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার, যোগ করেন তিনি।
অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেন আইজিপি বাহারুল আলম।

