Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: মায়ের অনিচ্ছাকৃত নিষ্ঠুর আচরণে করুণভাবে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী এক শিশু। তীব্র গরমের মধ্যে বাচ্চাকে রেখেই একটি স্পা কেন্দ্রে লিপ ফিলার করতে যান মা। গাড়ির এয়ারকন্ডিশনার ছেড়ে গেলেও এক ঘণ্টা পর তা বন্ধ হয়ে যায়। আর তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশুটি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকারসফিল্ডে। দিনটি ছিল ২৯ই জুন। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন ২০ বছর বয়সী হার্নান্দেজ নামের মা।
কর্তৃপক্ষ বলছে, ওই নারীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং শিশুর প্রতি নির্দয় হওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, হার্নান্দেজ স্বীকার করেছেন তার কাজটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ছিল। সন্তানদের নিরাপত্তা ও সুস্থতার চেয়ে নিজের সৌন্দর্যবৃদ্ধিকে অধিক গুরুত্ব দেয়ায় ওই নারীকে তিরস্কার করেছে স্থানীয় আদালত। তাদের নথিতে বলা হয়েছে, হার্নান্দেজ গাড়ি ছেড়ে যাওয়ার সময় এয়ারকন্ডিশন ছেড়ে যান।
তবে গাড়ির যান্ত্রিক নিয়ম অনুযায়ী এটি এক ঘণ্টা পর্যন্ত চালু থেকে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় প্রায় ৯০ মিনিট এয়ারকন্ডিশন ছাড়াই গাড়িতে অবস্থান করে শিশুটি। ফিরে এসে মা দেখেন তার শিশুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। দ্রুত জরুরি পরিষেবা পেতে কল করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় এক বছর বয়সী শিশুটির শ্বাস বন্ধ হয়ে গেছে। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় শিশুর শরীরের তাপমাত্রা ছিল ১০৭ দশমিক ২ ডিগ্রি।
