২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কেট খোলা রাখার দাবিতে সিলেটে ব্যবসায়ীদের বিক্ষোভ

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেটে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের সকল ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

তাদের দাবি, যেভাবে শিল্প-কারখানা চালু রাখা হয়েছে, সেভাবে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার সুযোগ দেয়া হোক। তারা সরকারের পক্ষ থেকে দেয়া সকল স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করতে চান এবং সরকার কর্তৃক ঘোষিত লকডাউন প্রত্যাহারের দাবি জানান।

ব্যবসায়ীরা বলেন, সামনেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে আমাদের বেচাকেনা হয়। এখনই বেচাকেনা শুরু হওয়ার কথা। গত লকডাউনের ক্ষত এখনও শোকায়নি, আবারও লকডাউনে পড়ে গেলাম। ঈদ উপলক্ষ্যে ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মাল উঠিয়েছে। মালগুলো বিক্রি করতে না পারলে বিরাট লোকসানের মুখে পড়বো।