২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মালদ্বীপে হৃদরোগে প্রাণ গেল মৌলভীবাজারের কামাল-সেলিমের Selim

মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের দুই প্রবাসি মারা গেছেন। দুজনেরই বাড়ি মৌলভীবাজার জেলায়।

তারা হলেন- আহমেদ কামাল (৪৮) ও সেলিম উদ্দিন (৬৪)।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, শনিবার পৃথক এ দুটি ঘটনা ঘটে রাজধানী মালেতে।
মিশনের এই কর্মকর্তা বলেন, “দুজনকেই অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

আহমেদ কামাল বৈধভাবে থাকায় তার লাশ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ ইনসিওরেন্স কোম্পানি বহন করবে। তার সহকর্মীদের চেষ্টায় এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
অন্যদিকে সেলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকায় সম্পূর্ণ খরচ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ও দূতাবাসের সহযোগিতায় তার লাশ আজ সোমবার দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });