ডায়ালসিলেট ডেস্ক::মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অবৈধ অভিবাসী বিরোধী যৌথ অভিযানে বাংলাদেশী সহ গ্রেপ্তার হয়েছেন ৩২৬ জন। গতকাল শুক্রবার গভীর রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এদের মধ্যে থেকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার ২৯৭ জনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক খায়রুল জাজাইমি দাউদ বলেন, মধ্যরাত ১২ টায় শুরু হওয়া অভিযানে ৩২৬ জন বিদেশীকে আটক করে তাদের কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খায়রুল বলেন, বিদেশীদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে বলে ধারণা করা হয় এবং কেউ কেউ তাদের নিজস্ব ব্যবসাও পরিচালনা করেন।
খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের বলেন, ‘আশেপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দেশটির অভিবাসীদের নিরাপদ আবাসন এবং তাদের সুবিধা বিষয়ক আইন বা আইন ৪৪৬ এর ধারা লঙ্ঘন করা হয়েছে। আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে, নিয়োগকারীদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে। এর আগে নিয়োগকর্তারা আইন ভঙ্গের কারনে ৩৫০,০০০ রিঙ্গিত জরিমানা করেছে।
আটককৃত সকলকে আরও তদন্তের জন্য সিমোনিয়াহ কারাগারে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *