বিনোদন ডেস্ক;:বলিউডের ভিতরের ‘নেপোটিজমের’ বিষয়টি আরও একবার সামনে নিয়ে এলেন অভিনেত্রী তাপসী পান্নু। তার ছবি ‘হাসিন দিলরুবা’ মুক্তির অপেক্ষায়। এমন সময়ে ফের বিস্ফোরক অভিনেত্রী। এক সাক্ষাৎকারে বলেন, তাকে একটি ছবি থেকে চূড়ান্ত পর্যায়ে বাদ দেওয়া হয়েছিল। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো পর্যন্ত হয়নি। ছবি থেকে বাদ পড়ার খরটি তিনি মিডিয়া মারফৎ জানতে পারেন। বলিউডে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তাপসী জানান, প্রচুর সুখকর স্মৃতির মধ্যেই কাঁটা হয়ে বিঁধে আছে একটি বিশেষ ছবি থেকে বাদ পড়া। সেই স্মৃতি ভুলতে পারেন না।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রযোজনা সংস্থা, পরিচালক তার লুক টেস্ট করে, তাকে নির্বাচিত করে। তাপসীর কাছ থেকে ডেটও নিয়ে নেওয়া হয়। এরপর তাকে না জানিয়ে বলিউডের বিখ্যাত পরিবারের মেয়েকে ওই ছবিতে সুযোগ দেওয়া হয়। সেইসময়ে ‘নেপোটিজম’ নিয়ে সরব হন কঙ্গনা। প্রকাশ্যে কঙ্গনার প্রতি সহমত না জানিয়েও নিজের লড়াই তুলে ধরেন তাপসী। শোনা যায়, ‘ইনসাইডার বনাম আউটসাইডার’ বিতর্কে তাপসীর হাত থেকে দুটি ছবি চলে যায়। সূত্রের খবর, তার একটি পেয়েছিলেন আলিয়া ভাট ও অপরটি পান অনন্যা পান্ডে।
এম/

