চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই আজ বুধবার মেডিকেলে ভর্তির তারিখ প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং বিএমডিসি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট মিলিয়ে ১০ হাজার ৮৩৯ আসন রয়েছে। এসব আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী শুক্রবার বা শনিবারের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ পয়েন্ট থাকতে হবে। ভর্তি প্রক্রিয়া আগের মতই সমন্বিত পদ্ধতিতে থাকবে।

প্রসঙ্গত, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯ টি। ২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *