স্পোর্টস ডেস্ক::লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফরাসি ফুটবল। ২৯শে আগস্ট রিমের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল আর্জেন্টাইন সুপারস্টারের। তার আগে ফরাসি ফুটবলে লাগল কলঙ্কের দাগ। রোববার রাতে দর্শক হাঙ্গামায় বাতিল হয়ে গেছে নিস ও অলিম্পিক লিঁও’র মধ্যেকার ম্যাচ।
ফরাসি লিগ ওয়ানে নিসের ঘরের মাঠ আলিয়াঞ্জ রিভেইরায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল মার্শেই। ৪৯তম মিনিটে ডেনিশ ফরোয়ার্ড কাসপের ডলবার্গের গোলে লিড নেয় নিস। ম্যাচের অপ্রীতিকর ঘটনার শুরু ৭৪তম মিনিটে। কর্ণার নিতে গিয়েছিলেন মার্শেইয়ের ফরাসি মিডফিল্ডার দিমিত্রি পায়েত। এসময় তার পিঠে এসে লাগে সমর্থকদের ছোড়া পানির বোতল।

