ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বেপরোয়া মোটরসাইকেলের আঘাতে সালামত মিয়া (৪০)  নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয় ব্যবসায়ীরা।

নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে এবং  শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। ঘটনার পর পরই বড়চেগ গ্রামে ব্যবসায়ী ও স্থাণীয় নাগরিকরা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। এসময় রাস্তার উভয় পার্শ্বে প্রচুর গাড়ী আটকা পরে। এতে সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ঘাতকমোটর সাইকেল চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকঞ্জি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে দ্রুতগামী মোটরসাইকেল  ধাক্কায় পথচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনায় মোটরসাইকেলটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর স্থানীরা সড়ক অবরোধ করে রাখে পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *