Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ১৮ ওভার শেষে চিটাগং কিংসের রান ৫ উইকেটে ১৪৩। শেষ দুই ওভারে সে রানকে যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল দলটির। কিন্তু ১৯তম ওভার চিটাগংয়ের সব হিসাব-নিকাশ এলোমেলো করে দেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। সে ওভারে দুই রান খরচায় ৪ উইকেট শিকার করে চট্টলার দলটির ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। তাতে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে চিটাগং কিংস।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম কোয়ালিফাইয়ারে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। তবে ব্যাটিংয়ে নামতেই ব্যাকফুটে চলে যায় চট্টলার দলটি। ৩৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসে তারা।
পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। চতুর্দশ ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতি ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি। ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার।
শামিম হোসেন আরও কিছুটা সময় ক্রিজে টিকে থাকেন, কিন্তু পরের ব্যাটারদের মধ্যে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার আগে শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।
চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে স্টিমরোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ আলী করেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। দুই উইকেট ঝুলিতে পুরেছেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স।
ফাইনালের টিকিট পেতে এখন বরিশালের সামনে লক্ষ্য ১৫০ রান।
