ডায়ালসিলেট ডেস্ক:: দক্ষিন সুরমা উপজেলার ১নং মোল্লারগাও ইউনিয়নে মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে ।
Thank you for reading this post, don't forget to subscribe!গত (সোমবার) ১৫জন শিক্ষার্থীদের মাঝে এস.ল বাই সাইকেল বিতরন করেন ১নং মোল্লারগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মো. মকন মিয়া।
প্রধান অথিতির বক্ত্যবে মকন মিয়া বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল বিতরনে তারা আরো উৎসাহিত হবে। বাংলাদেশ সরকারের এই উদ্দ্যেগ অত্যন্ত প্রশংসার দাবিদার। আগামীতেও সরকার চেষ্টা করবে শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে আরো বড় পরিসরে কাজ করার।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১নং মোল্লারগাও ইউপি সদস্য হুযায়ফা চৌধুরী সুজা, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. শহীদুর রব, জালালাবাদ বি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তজমুল ইসলাম, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, মিজান আহমদ রুমন, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় কলেজের প্রতিষ্টাতা পরিবারের সদস্য মকবুল হোসেন কয়ছর, শিক্ষানুরাগী বখতিয়ার আহমদ ইমরান প্রমুখ।

