ডায়াল সিলেট ডেস্ক :  আকাশে রংধনু ক্ষণিকের অতিথি। খুব অল্প সময়ের মধ্যে তা বিলীন হয়ে যায়। কিন্তু যতক্ষণ থাকে, মানুষের নজর তো কাড়বেই। রোববার (১৪ মে) সন্ধ্যার পূর্ব মূহুর্তে মৌলভীবাজারের আকাশে এমন দৃশ্যের দেখা যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রকৃতিপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রংধনুর ছবি আপ করছেন। তারা বলছেন, রংধনুর রাঙা আলোয় পৃথিবী তার ভয় উৎকন্ঠা ছাপিয়ে আবার হেঁসে উঠেছে।

শহরের চাঁদনীঘাট এলাকার গৃহিনী উন্মে হাবিবা বলেন, আজকের আকাশটা অনেক সুন্দর। আকাশের বুকে সাত রঙের রংধনু। কতোই না সুন্দর করে আকাশটাকে রাঙিয়ে তুলেছে। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা দুরূহ।

সদর উপজেলা দীঘিরপাড় এলাকার মোস্তফা মিয়া নামের এক তরুণ উচ্ছ্বসিত হয়ে বলেন, জীবনে প্রথমবার রংধনু দেখার সুভাগ্য হলো, বেশকয়েকটি ছবি তুললাম। স্মৃতিটি ধরে রাখার সুযোগ হাতছাড়া করিনি।

আরেক শিক্ষার্থী কাব্য কেয়া বলেন, আজকে অনেকদিন পরে খুবই সুন্দর রংধনু উঠছে। খুবই উপভোগ্য ছিল দৃশ্যটি। বেশকয়েকটি ছবি তুলেছি।

জেলার রাজনগর উপজেলার তুহিন জোবায়ের বলেন, আজকের বিকেলবেলার দৃশ্য ছিলো অপূর্ব। আকাশে জ্বলজ্বল করছিল রংধনু। আর অপরদিকে বিষ্ময়কর ছিলো আলোর রশ্মি।উল্লেখ্য, রংধনু হল একটি দৃশ্যমান ধনুকাকৃতি আলোর রেখা যা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণায় সূর্যালোকের প্রতিফলন এবং প্রতিসরণের ফলে ঘটিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়। বৃষ্টির কণা বা জলীয় বাষ্প-মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলো যাবার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীতে আলো সাতটি রঙে ভাগ হয়ে যায়। এই সাতটি রঙ হচ্ছে বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল; এই রংগুলোকে তাদের আদ্যক্ষর নিয়ে সংক্ষেপে বলা হয়:

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *