ডায়াল সিলেট ডেকস

Thank you for reading this post, don't forget to subscribe!

জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। রোববার (৩ আগস্ট)  জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথমস্থান অর্জন করেছে।

সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত ফল জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনে রোববার (৩ আগস্ট) প্রকাশ করা হয়। কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথম স্থান অর্জন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৌরব অর্জন করেছে।

প্রতিযোগিতায় কলেজটির পক্ষে অংশগ্রহণ করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী—মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা এবং নুসরাত জাহান রিয়া।

এ গৌরবজনক অর্জনের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখা সরকারি কলেজকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এদিকে প্রতিযোগিতা প্রসঙ্গে কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার শেষ কর্মস্থলের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এটি শুধু বড়লেখা সরকারি কলেজ নয়, সমগ্র বড়লেখাবাসীর জন্যই গর্বের বিষয়। এমন অর্জন আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তুলে।

জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার প্রতিক্রিয়ায় কলেজের একাডেমিক কাউন্সিলর সেক্রেটারি মো. আবদুস সবুর বলেন, এ অর্জন আমাদের পুরো কলেজ পরিবারের সম্মিলিত প্রয়াসের ফসল। আমি শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিলাম, তাদের প্রস্তুতি, পরিশ্রম আর প্রতিভা খুব কাছ থেকে দেখেছি। তারা অত্যন্ত সৃজনশীল ও মনোযোগী। গ্রাফিতি আঁকার প্রতিটি ধাপে তারা যে মেধা ও দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। কলেজ অধ্যক্ষ স্যারের দিকনির্দেশনা ও সহযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেয়। আমরা গর্বিত, কারণ এই সফলতায় বড়লেখার নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বলভাবে উঠে এসেছে।

এ অভাবনীয় সাফল্যের অনুভূতি জানিয়ে কলেজের অধ্যক্ষ মো. তোফায়েল আহমদ বলেন, এ সাফল্য শুধু বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের নয়, এটি পুরো বড়লেখাবাসীর গর্বের বিষয়। জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দায়বদ্ধতার উজ্জ্বল প্রমাণ।

তিনি আরও বলেন, এ অর্জনের পেছনে শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা কাজ করেছে। আমি বিশ্বাস করি, এই কৃতিত্ব ভবিষ্যতে আরও বড় সাফল্যের দ্বার খুলে দেবে। বড়লেখা সরকারি কলেজ এর মাধ্যমে জাতীয় পর্যায়ে যেভাবে আলোচিত হলো, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *