স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান নিশ্চিত করণে অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার ১ জুন দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পি,ফর,ডি প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অংশীজন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দে এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডাঃ বর্ণালী দাশ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আব্দুল রাজ্জাক।
সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফেসিলেটর আকলিমা চৌধুরী, কো-অডিনেটর মোঃ আলগীর মিয়া, পৌর কাউন্সিলর নাজমা খাতুন, ডাঃ আব্দুল হান্নান চৌধুরী সহ অন্যন্যরা। আলোচনায় অংশ নেন সিভিল সোসাইটি সদস্য, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সহকারীগন।
উল্লেখ্য গেল বছর নভেম্বর মাসে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপের প্রতিশ্রুতি অর্জন গুলো তুলে ধরা হয়। আগামী দিনে চ্যালেঞ্জগুলো উত্তরণের বিষয়ে ও বিস্তারিত আলোচনা হয়। বক্তরা বলেন কমিউনিটি সিজি গ্রুপকে সক্রিয় করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ জনগণের সেবা প্রাপ্তিতে সব ধরণের সংকট দূরী করণের বিষয়ে সক্রিয় করা ।

