ডায়াল সিলেট ডেস্ক: নির্বাচন ব্যবস্থার সংস্কার, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দূর্নীতিবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার সন্ধ্যায় কমিউনিস্ট পার্টির জেলা কমিটির আয়োজনে শহরের চৌমুহনায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সিপিবির জেলা সভাপতি খন্দকার লুতফুর রহমান’র সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহরলাল দত্ত, জেলা কমিটির সদস্য ও সাবেক জেলা কমিটির সভাপতি এডভোকেট মকবুল হোসেন, জেলা কমিটির সদস্য ও কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে দ্রুত আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবী জানানো হয়।

