মনজু বিজয় চৌধুরী: আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মী উৎসব সরস্বতী পুজো। এ উপলক্ষে মৌলভীবাজারে চলছে প্রতিমা তৈরিতে ব্যাপক প্রস্তুতি। কাদামাটি দিয়ে প্রতিমা গড়ার প্রাথমিক কাজ এখন শেষের দিকে। এখন রঙতুলির আঁচড়ে প্রতিমা পাবে দৃষ্টিনন্দন রূপ। দুয়ারে কড়া নাড়ছে বিদ্যার দেবী সরস্বতী পুজোর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সনাতন ধর্মমতে, সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবটি পালন করা হয়। তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা। মন্ডপে-মন্ডপে, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল তৈরির কাজ চলছে। জানা গেছে, বিদ্যাদেবীর রূপে অধিষ্ঠিত সরস্বতী দেবীর পুজো হয়ে থাকে প্রতিটি সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে। আর সে উপলক্ষে এখন প্রতিটি ঘরেই চলছে প্রস্তুতি পর্ব। যা প্রায় শেষ পর্যায়ে।
প্রতিমা শিল্পীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার প্রতিটি ছোট সরস্বতীর প্রতিমা বিক্রি হচ্ছে ৩শ থেকে ৫শ টাকা। মাঝারি প্রতিমা বিক্রি হচ্ছে ১ হাজার ৫শ থেকে ২ হাজার টাকা। পাড়া মহল্লার বিভিন্ন মন্ডপে পুজোর জন্য বড় প্রতিমার অর্ডার নেওয়া হয়েছে ৫ হাজার থেকে সাড়ে ১০ হাজার টাকায়।
উৎসব পূর্ণতা পায় যাদের হাতের পরশে সেই মৃৎশিল্পীদের কাটছে ব্যস্ত সময়। দেবী প্রতিমা গড়তে গিয়ে যেনো দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে গড়তে হবে দেবীর প্রতিমা। খড়, বাঁশ, সুতলি, কাদামাটি দিয়ে শৈল্পিক শ্রদ্ধায় দেবীর প্রতিমা গড়তে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের মৃৎশিল্পীরা।
সরেজমিনে জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিমা শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে তৈরি করছেন সরস্বতী দেবীর প্রতিমা। শিল্পীর কল্পনায় দেবীর অনিন্দ্য সুন্দর রুপ দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রতিমা তৈরির কাজ।
গত দুইবছর করোনার কারণে তেমনভাবে কোনো পূজা উদযাপন করা হয়নি। এ বছর শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। সে কারণে প্রতিমা তৈরি চলছে পুরোদমে। কাদামাটির কাজ শেষ পর্যায়। এখন রঙয়ের কাজ করে প্রতিমা ডেলিভারি দেওয়া হবে।
সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পুজো ঘিরে এখন শহরের বিভিন্ন মন্ডপে মন্ডপে এবং পাড়া-মহল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যান্ডেল ও আলোকসজ্জার পাশাপাশি উৎসবের আমেজ চলছে।
