ডায়াল সিলেট ডেস্ক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের সাথে মৌলভীবাজার জেলা বিএনপি আলাদাভাবে জনসমাবেশ করেছে। সোমবার বিকেল ৩টা থেকে জেলা শহরের চাঁদনীঘাটস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর প্রাঙ্গণে জেলা বিএনপির (ভিপি মিজান গ্রুপ) উদ্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জড়ো হন। পরে বেলা সোয়া ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মতিন বক্স প্রমুখ।
এদিকে, জেলা বিএনপির (নাসের রহমান গ্রুপ) উদ্যোগে বেলা ৪টা থেকে শহরের শাহমোস্তফা সড়কের শাহী ঈদগাহ প্রাঙ্গণে আলাদাভাবে জড়ো হন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌরসভা মেয়র ফয়জুল করীম ময়ুন, সহ সভাপতি হেলু মিয়া, সহ সভাপতি আশিক মুশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ হুর রহমান ও শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া মধু।

