ডায়ালসিলেট ডেস্ক : সিলেট-ঢাকা রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে ফেলে রেখে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে যাত্রীদের সহায়তায় আগুন নিভিয়ে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২৮ অক্টোবর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ছকাপন এলাকার মধ্যবর্তী স্থানে রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, ট্রেন আসার পূর্বে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে বরমচাল-ছকাপন রেল ব্রীজের পাশে ৩৩ নম্বর এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় অতিক্রম করছিল। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরানো হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রোমান আহমদ আরও বলেন, কে বা কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করতে পারে।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টায়ার সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।‘

