মনজু বিজয় চৌধুরী॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় আগামী ৯ জুলাই মৌলভীবাজার জেলার যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই বৃহস্পতিবার দুপরে মৌলভীবাজার পৌরসভার হল রুমে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে সভার বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্না সাধারন সম্পাদক ( সিলেট বিবাগের তায়িত্বপ্রাপ্ত নেতা) রফিকুল আলম জোয়ার্দার সৈকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড: রেজাউল কবির রকি।
মতবিনিময় সভা বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত প্রমুখ।
এছাড়াও জেলা যুবলীগের মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রাথীরা জেলা ও বিভিন্ন উপজেলার যুবলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
মৌলভীবাজার জেলা এবং উপজেলাতে রাজনগর, বড়লেখা ও কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী, কুলাউড়া মতবিনিময় এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

