মনজু চৌধুরী॥ জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা
মৌলভীবাজার জেলা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।
এছাড়া উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী আহসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, পিপি এডভোকেট রাধাপদ দেব সজল, জিপি এডভোকেট মোঃ আব্দুল খালিক, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, এডভোকেট কামাল উদ্দিন আহমদ চৌধুরী, সিনিয়র এডভোকেট শান্তা পদ ঘোষ সহ জেলা ও দায়রা জজ আদালতে কর্মকর্তাগন। সভায় মানবাধিকার সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

