১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে একদিনে আরও ১৯ জনের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

এর আগে রোববার সর্বোচ্চ ২৩ মৃত্যুর রেকর্ড হয় হাসপাতালে।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে মারা গেছেন ১৪ জন।

রোববার আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন ছিলেন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

ডায়ালসিলেট/এম/এ/