২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যমজ টাপুর টুপুরের নতুন অভিজ্ঞতা

দুই বছর আগে অনিমেষ আইচের ওয়েব ফিল্ম মায়া–তে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন যমজ দুই বোন টাপুর ও টুপুর। পরে আলাদা কাজে ব্যস্ত হলেও দীর্ঘ সময় তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি পর্দায়। সেই অপেক্ষার অবসান হলো এবার। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একটি মিউজিক্যাল স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত দুই বোনই।

সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে ‘একদিন আমি চলে যাব’ শিরোনামের এই মিউজিক্যাল শর্ট ফিল্মের শুটিং। এতে তাঁদের সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন। কাজটি নিয়ে দুই বোনের মধ্যেই রয়েছে বিশেষ উচ্ছ্বাস। কারণ, এটি শুধু একসঙ্গে কাজের আনন্দ নয়, অভিনয়ের ধরনেও ছিল নতুনত্ব।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });