বিনোদন ডেস্ক::টক খেতে ভালোবাসেন দীপিকা পাড়ুকোনে। যে কোনও দিন যে কোনও সময় হাতের কাছে পেলেই হল। তেমন হলে শুটিং ছেড়েও খাবেন। মেকআপ উঠুক, লিপস্টিক মুছে যাক, কিছু যায় আসে না দীপিকার। পাকা তেঁতুল, কাঁচা আম বা টক-ঝাল আঁচার পেলে তার মুখে একটাই শব্দ… ইয়ামমমম। ব্যাপারটা অবশ্য অন্য কোনও সূত্রে নয়, জানা গিয়েছে খোদ দীপিকারই সমাজমাধ্যমের পাতা থেকে। নিজের পছন্দের খাবারের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। পুরো ভিডিওতে নিজের কমফোর্ট ফুড নিয়ে কথা বলেছেন দীপিকা।
Thank you for reading this post, don't forget to subscribe!তবে নেটাগরিকরা সবচেয়ে মজা পেয়েছেন, টক খাওয়ার কথা বলতেই তার এক চোখ বুজে যাওয়ায়। টক খেলে টাগরায় ‘টকাস’ শব্দ করে আর পাঁচজন সাধারণ মেয়ে ঠিক যে রকম ভাবভঙ্গি করবে, বিলকুল তেমনই তারকা অভিনেত্রীর হাবভাব। শুরুতেই কাউকে একটা প্রশ্ন করতে শোনা যায় তাকে। ‘কী খাচ্ছ তুমি?’ তারপরই তার নিজের খাওয়ার কথা। দীপিকা বলতে থাকেন আয়েশ করে। তার পছন্দ বাড়িতে বানানো দক্ষিণী খাবার। যেমন রসম আর ভাত। বলেই চূড়ান্ত টক খাওয়ার মুখভঙ্গী করেন অভিনেত্রী। পর্দায় তখন দুধ সাদা ভাতে দক্ষিণী টক ঝাল মিষ্টি পদ রসম পড়ার ছবি। পাকা তেঁতুল, কাঁচা আমের রস, রসুন, লঙ্কা গুড় ও আরও নানা উপাদানে তৈরি এই দক্ষিণী পদ। আর দীপিকার কাছে তার আকর্ষণ সীমাহীন। এতটাই যে মেকআপের ফাঁকেই খেতে শুরু করে দেন। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে বিবরণে দীপিকা জানতে চেয়েছেন, তোমাদের আয়েশ করে খাওয়ার খাবার কী? জবাব এসেছে সঙ্গে সঙ্গেই। পরিণীতি চোপড়া লিখেছেন পিৎজাআআআ…। অনন্যা পান্ডে আবার লিখেছেন, তোমার বাড়ির দক্ষিণী খাবার আমিও পছন্দ করি। অন্য মাত্রারই স্বাদু লাগে ওই খাবারগুলো। খুব শিগগিরই পরিচালক শকুন ব্যাত্রার পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করবেন দীপিকা আর অনন্যা। এছাড়াও হৃতিক রোশনের বিপরীতে ‘ফাইটার’, আর শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে।

