ডায়ালসিলেট ডেস্ক: যুক্তরাজ্যে বসবাসরত তরফ বিজয়ী বীর সিপাহসালার সৈয়দ শাহ্‌ নাসিরউদ্দীন (রহ.) এর বংশধরদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৩০ এপ্রিল)  যুক্তরাজ্য বার্মিংহামের এমটি ক্যাটারিং হলে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো পারস্পারিক ঈদ শুভেচ্ছা বিনিময়, রক্তের আত্মীয়দের খুঁজে বের করা, বিভিন্ন রকমের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পর্ব।
উল্লেখ্য, বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেটের একটি উল্লেখযোগ্য অঞ্চল ছিল ‘তরফ’। তরফের খ্যাতি ছিল শরীফ-শরাফত ও আধ্যাত্মিকতার জন্য। প্রবাদ ছিল, “জায়গার নাম তরফ, ঘর ঘর হরফ”। হিন্দু রাজা আচাক নারায়ণের রাজ্যে প্রজাপীড়ন ও মুসলিম নির্যাতন মাথাচাড়া দিয়ে উঠলে হযরত সৈয়দ শাহ্‌ নাসিরউদ্দীন (রহ.)কে তাঁর যোগ্যতাবলে সেনাপতি বা সিপাহসালার করে ১৩০৩ খ্রিষ্টাব্দে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ্‌ কর্তৃক প্রেরণ করা হয় রাজা আচক নারায়ণকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য। গৌড় গোবিন্দকে পরাস্ত করে সিলেট তথা জালালাবাদের কর্তৃত্ব সূফীসাধক হযরত শাহ্ জালাল (রহ.) মুজরর্দে ইয়ামনীর আয়ত্বে আসার পর তরফ অঞ্চলও সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দীন (রহ.) এর দখলে আসে। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দীন (রহ.) এর বংশধর বা উত্তরপুরুষদের মধ্যে অনেক জ্ঞানীগুণী ও আধ্যাত্মিক পুরুষদের আবির্ভাব ঘটে। তাঁর উত্তরপুরুষগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশ-বিদেশের নানা স্থানে। যুক্তরাজ্যে বসবাসরত একাংশের উপস্থিতিতে ছিল এ আয়োজন।
ব্যতিক্রমি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন হবিগঞ্জ জেলার লস্করপুর, নরপতি, রামশ্রী, সুলতানশী, ফকিরাবাদ, হিয়ালা, নিতাইর চক, চন্দ্রচড়ি, চাঁনভাঙ্গা ও মৌলভীবাজার জেলার খুশালপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার খান্দুরা, নাসিরপুর, নূরপুর সাহেব বাড়ীর বংশধরগণ।
লস্করপুর সাহেব বাড়ীর কবি সৈয়দ আনোয়ার রেজা ও সৈয়দা জুসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ও চাঁনভাঙ্গা সাহেব বাড়ীর কবি অধ্যাপক সৈয়দ ইকবালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সৈয়দ বংশের এক মিলন মেলায় পরিণত হয়।
দিনব্যাপী আয়োজিত ঈদ পুনর্মিলনী মিলনমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ জাকিরুল হাসান, সৈয়দ মনসুর হোসেইন, সৈয়দ হামিদুল হক, ডঃ হাসনীন চৌধুরী, সৈয়দ মোশতাক আহমেদ, সানাহ আহমেদ, ফারহানা শাহ্‌, কবি সৈয়দ মাসুম, সৈয়দ রাশেদ উদ্দিন আহমেদ, সৈয়দ রাজন উদ্দিন, সৈয়দা রুশি, সৈয়দা কেয়া, এনামুল হক, সৈয়দ নোমানুর রেজা, সৈয়দ মমশাদ রহমান, সৈয়দা খোর্শেদা আক্তার, সৈয়দা ফাতেমা রেজা, সৈয়দা নূরুন্নাহার রেজা, আহমেদ আমিনুর রহমান, সৈয়দ এখলাসুজ্জামান, সৈয়দ মাহফুজ রেজা, দেওয়ান মুনাজিল চৌধুরী, দেওয়ান ফরিদ, সৈয়দ আহাম্মাদুজ্জামান, সৈয়দা জেগেস্তা খাতুন, সৈয়দ মাহমুদুর রহমান, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ হাসান, সৈয়দ মোহাম্মদ আলী, মিসেস সৈয়দ আশফাক আহমেদ ও নোমান আল মনসুর প্রমুখ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *