যুক্ওতরাজ্যেরজ্যের ওয়েলসের রাজ্যের কার্ডিফ শহরে পুত্রের হাতে বাংলাদেশি পিতা হত্যার শিকার হয়েছেন। ২২ জুলাই ভোর রাতে তিনি নিজ বাসায় এই হত্যার শিকার হন। হত্যকান্ডের শিকার বাবার নাম হাজী আতাউর রহমান বিলাত মিয়া।
Thank you for reading this post, don't forget to subscribe!সত্তুরোর্ধ বিলাত মিয়া কার্ডিফ শহরের ব্রডওয়ে এলাকার বাসিন্দা। জানা গেছে, মানসিক সমস্যায় আক্রান্ত পুত্র সন্তান ২২ জুলাই মধ্যরাতে বাবার পেটে ও গলায় ছুরি চালিয়ে দিয়ে হত্যা করে। এসময় শব্দ পেয়ে বাসার অন্য রুমে থাকা মেয়ে ও মেয়ের জামাই আসলে তাদের উপর ঝাপিয়ে পড়ে ঘাতক। এরপর সে বাসার উপরের এ্যাটিক দিয়ে লাফিয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকেই বিলাত মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ঘাতক পুত্র বেশকিছু দিন মানসিক হাসপাতালে ভর্তি ছিলো। কয়েকমাস আগে বাবা বিলাত মিয়া তাকে নিয়ে আসেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান , নিহত বিলাত মিয়ার স্ত্রী বছর দুয়েক আগে মারা যান । ঘাতক পুত্র দাবি করেছে, তার মা তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছে বাবাকে পাঠিয়ে দিতে।
নিহত বিলাত মিয়ার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলা সদরের উলুআইল গ্রামে ।অপর এক পক্ষ বলছে বাবা বিলাত মিয়ার কাছে টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকান্ড হয়।

