Thank you for reading this post, don't forget to subscribe!
সোহেল আহমদ :: জাতীয়তাবাদীদল বিএনপি যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক বলেছেন, যেখানে খুনি ডাইনী হাসিনা সেখানে প্রতিবাদ এবং প্রতিরোধ করবে যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশে বিএনপি‘র ৭ লক্ষ ন্যাশনাল লিডারকে গুম করেছে বাংলাদেশটাকে জেলে পরিণত করেছে, খুনের নগরী গড়ে তুলেছে। আমরা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ঘেরাও কর্মসূচী গ্রহণ করেছি। একদফা আন্দোলন শেখ হাসিনার পতন, আমরা হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।
অন্যদিকে, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, তারেক রহমান যেকোন সময় আসুক আমরা তাকে মোকাবেলা করবো, প্রতিহত করবো প্রতিরোধ করবো। তারেক রহমানের প্রেতাত্নারা বা সন্ত্রাসীরা তারাতো আমাদের কাছে কোন বেপারই না। যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রবাসীরা বাংলাদেশ প্রধানমন্ত্রীর পাশে ছিল আছে এবং তাকবে। আমরা বিএনপি বা জামাতের কাউকেই দোয়াক্কা করিনা
এদিকে, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল যুক্তরাজ্য সভাপতি, নাসির আহমেদ শাহিন বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মী ও বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশ যাবে কোন পথে, ফায়সালা হবে। আগামীদিনের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটবে ইনশাআল্লাহ। যুক্তরাজ্যে বিগতদিনে শেখ হাসিনাকে আমরা যেভাবে প্রতিহত করেছি, ঠিক একইভাবে তাদেরকে এবারো আমরা দৌড়াবো।
এসময়, জাতীয়তাবাদী যুক্তরাজ্য যুবদল তৈরি ইউকে‘র মাটিতে শেখ হাসিনাকে প্রতিহত করতে। আওয়ামীলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের হুশিয়ারী করে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য সভাপতি আব্দুর রহিম বলেন ইউকের মাটিতে যুবদলের সামনে শেখ হাসিনাকে হোটেলের সামনের গেট দিয়ে ঢুকতে দেয়া হবে না এটি আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি ।
জাতীয়তাবাদী যুক্তরাজ্য যুবদলের সকল ইউনিটের প্রস্তুতি হয়েছে বিগতদিনের মত এবারো শেখ হাসিনাকে ডিম টেরাপি‘র মাধ্যমে প্রতিহত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য বলে মন্তব্য করেন আফজাল হোসেন সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য।
বিস্থারিত ভিডিওতে দেখুন…

