ডায়ালসিলেট :বিশনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ও দশঘর প্রগতি ট্রাস্টের এবং আয়মনা আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, সাংবাদিকরা জাতির কল্যাণে কাজ করে থাকেন। তাদের লেখনির মধ্য দিয়ে ফুটে উঠে সমাজের চিত্র। বিশ্বনাথ মডেল প্রেসক্লাব সত্য ও ন্যায়ের কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে অনেক সুনাম খুঁড়িয়েছে এই প্রেসক্লাবের সাংবাদিকরা।প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় সবসময় তিনি পাশে থাকবেন বলে আশ্বাস দেনপ্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা) এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- করিমুন নেছা মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), এমআর টুনু তালুকদার (আনন্দটিভি), সিনিয়র সদস্য সালেহ আহমদ সাকি (শ্যামল সিলেট), বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থার সভাপতি এম. কাওছার আহমদ।এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন (গণমুক্তি), যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা (বাংলাটিভি), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), সাবেক যুগ্ম-সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), সাবেক অর্থ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), সদস্য বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসাছাত্র হাফিজ তরিকুল ইসলাম।
Thank you for reading this post, don't forget to subscribe!যুক্তরাজ্য কমিউনিটি নেতা আনছার উদ্দিন’র সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময়
Bysohel ahmed
অক্টো ১, ২০২৪
