ডায়ালসিলেট ডেস্ক::জবান উল্লাহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আকরম আলীর বড় ছেলে ইকবাল আলীর ওয়ালিমাহ সম্পন্ন হয়েছে. ৮ মার্চ মঙ্গলবার দুপুর ২ঘটিকায় তাহার নিজবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়,বিশিষ্ট রাজনীতিবিদগন ও কমিউনিটি ব্যাক্তিত্ববৃদ সহ সকল পেশাজীবীর আমন্ত্রিত মেহমানগনের সমাগম ঘটে। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ,প্রাইম ব্যাংক দরগা গেইট ব্রাঞ্চের ম্যানেজার তাজ উদ্দীন আহমদ,জাতীর সূর্য সন্তান সর্বকনিষ্ঠ বীর মুক্তিযুদ্ধা ফরিদ উদ্দীন আহমদ (যুক্তরাজ্য প্রবাসী),সাবেক ব্যাংক ম্যানেজার ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গনী,কমিউনিটি ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মহিবুল হোসেন(মধু মিয়া)রাজনীতিবীদ জাকির আহমদসহ এলাকার সর্বস্থরের গন্যমান্ন ব্যাক্তিবর্গ। অত্যান্ত ধুমধাম ও আনন্দগন পরিবেশে ওয়ালিমাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমন্ত্রিত মেহমানগনের উপস্থিতিতে আলহাজ্ব আকরম আলী আনন্দিত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন.
Thank you for reading this post, don't forget to subscribe!ডায়ালসিলেট িএম/

