Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে এক সার্জেন্ট তার সহকর্মী পাঁচ সেনাকে গুলি করেছেন। ঘটনার পরপরই অন্যান্য সেনারা তাকে আটকে ফেলে। এরপর পুরো ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।
ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সেনা কর্মকর্তারা জানান, গুলি চালানো ব্যক্তি হলেন সার্জেন্ট কোরনেলিয়াস র্যাডফোর্ড (২৮)। তিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের দ্বারা সহকর্মীদের ওপর গুলি চালান।
তবে র্যাডফোর্ড কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন, সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি সেনা কর্মকর্তারা।
ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, আহত সেনারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। র্যাডফোর্ডকে আটকে দেওয়া সেনারা তার গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে তিনি উল্লেখ করেন তিনি।
লুবাসের ভাষায়, ‘এই সেনারা নিশ্চিতভাবেই আরও প্রাণহানি বা আহত হওয়া ঠেকিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সাধারণত দেশটির সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হলেও এই ধরনের সহিংস ঘটনা আবারও সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে। গুলিবিদ্ধদের চূড়ান্ত অবস্থা এবং হামলাকারীর উদ্দেশ্য নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
