ডায়াল সিলেট ডেকস
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ঘোষিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে আগামী ৭ আগস্ট থেকে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। চুক্তির খসড়া তৈরির কাজ চলছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) বর্তমানে চুক্তির খসড়া তৈরি করছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর তা পাঠানো হবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে। বাংলাদেশ পক্ষে যাচাই-বাছাই ও মতামত প্রদান শেষে খসড়া ফেরত পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে যুক্তরাষ্ট্রে, নির্ধারিত এক তারিখে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘দুঃখজনকভাবে চুক্তির কিছু তথ্য আগেভাগেই প্রকাশ পেয়ে গেছে। যদিও এতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই, তবুও বিষয়টি স্পর্শকাতর।’ তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে স্বার্থবিরোধী বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে চুক্তিটি পরে প্রকাশ করা হবে।
চুক্তির গোপনীয়তা রক্ষায় নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (NDA) করেছিল বাংলাদেশ, গত জুনের মাঝামাঝি সময়ে। এনডিএ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা জানান, ‘দুইটি বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যাংক যখন চুক্তি করে, তখনও এনডিএ স্বাভাবিক বিষয়। এটি গোপনীয়তা রক্ষার মাধ্যম।’
দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজাকে দেওয়া এক মন্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘২০ শতাংশ পাল্টা শুল্কে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এ সফলতা নির্ভর করবে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতার ওপর।’
চুক্তির স্বাক্ষরের আগে দুই পক্ষের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

