Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৬ জুন (বৃহস্পতিবার) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের বরাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বা স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে।
ওই পোস্ট অনুযায়ী, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের প্রাইভেসি (গোপনীয়তা) ‘পাবলিক’ অর্থাৎ সর্বজনীন অবস্থায় রাখার অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও ভিসার যোগ্যতা যাচাইয়ের কাজ সহজ করতে এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সহজেই পর্যালোচনা করতে পারে।
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র সরকার ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার বা ব্যবহারকারীর নাম বাধ্যতামূলক করেছে। এটি ইমিগ্র্যান্ট (অভিবাসী) ও নন-ইমিগ্র্যান্ট (অধিবাসী)— উভয় শ্রেণির ভিসার আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য।
যুক্তরাষ্ট্রের আইনের আওতায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা যাচাই ও নিরাপত্তা পরীক্ষার জন্য যেকোনো প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করা যেতে পারে। ফলে যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হতে পারেন, তাদের শনাক্ত করা আরও সহজ হয় বলে উল্লেখ করা হয়েছে।
