১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

যুব ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

যুব ফোরামের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ডায়াল সিলেট ডেস্ক ::  আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন। এ উপলক্ষে মৌলভীবাজার স্থানীয় স্মৃতিসৌধের বেদীতে মৌলভীবাজার যুব ফোরামের পক্ষথেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রুপান্তরের আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কোর্ডিনেটর হাসান তারেক রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান, রুপান্তরের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মুনজিলা, ফিল্ড অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা যুব ফোরামের আহ্ববায়ক সিপন দেব প্রমূখ। এছাড়াও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });