ডায়ালসিলেট ডেস্কঃঃ লঙ্কান প্রিমিয়ার লীগ (এলপিএল) ছেড়ে হঠাৎ নিজ দেশ পাকিস্তানে ফিরে গেছেন শহীদ আফ্রিদি। বুধবার এক টুইট বার্তায় আফ্রিদি জানান, ‘ব্যক্তিগত জরুরী কাজে’ দেশে ফিরছেন তিনি। সমস্যা সমাধা হলে শ্রীলঙ্কায় ফেরারও প্রতিশ্রুতি দেন পাকিস্তানি এই অলরাউন্ডার। পরে জানা গেছে, আফ্রিদির ১১ মাস বয়সী মেয়ে অসুস্থ।
Thank you for reading this post, don't forget to subscribe!লঙ্কা প্রিমিয়ার লীগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, হাসপাতালে মেয়ের বেডের পাশে দাঁড়িয়ে আফ্রিদি। ‘এলপিএলটি২০ অফিসিয়াল’ আইডির সেই অ্যাকাউন্টে আফ্রিদিকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘আফ্রিদি কেন দেশে ফিরে গেছেন জানেন? তার মেয়ে হাসপাতালে ভর্তি। আমরা মেয়েটির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
এলপিএল-এ গল গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক ৪০ বছর বয়সী আফ্রিদি।
আসরে নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ২৩ বলে ৫৮ রানের ইনিংস উপহার দেন। তবে পরের দুই ম্যাচে সুবিধা করতে পারেননি। যথাক্রমে ১২ ও ০ রানে আউট হন। তিন ম্যাচ মিলিয়েও কোনো উইকেট পাননি আফ্রিদি। গলও টানা তিন হারে ঠেকেছে পয়েন্ট তালিকার তলানিতে।

