ডায়ালসিলেট ডেস্ক:: রংপুরের পরশুরাম থানার চিল্লারঝাড় এলাকায় দুটি অবৈধ কেমিক্যাল কারখানা বন্ধ করে দিয়েছে ডিবি পুলিশ। কারখানাগুলোতে অবৈধভাবে অ্যাসিড উৎপাদন ও বাজারজাত করা হতো।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় একজনের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং অপর জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সংশ্লিষ্টরা জানান, কোনও প্রকার অনুমোদন বা লাইসেন্স ছাড়াই সেখানে অ্যাসিডজাতীয় দাহ্য পদার্থ উৎপাদন ও বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় একরামুল ও মতিন নামে দুই ব্যক্তির কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ডের পাশাপাশি কারখানা দুটি সিলগালা করে দেন।

