বিনোদন ডেস্ক::শরীরের ঊর্ধাঙ্গ ঢাকা সাদা পোশাকে। অগোছালো ভাবে বাঁধা রয়েছে তার চুল। মাথা নীচু করে হাসছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। বারান্দার রেলিংয়ের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। আরও এক বার তার ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা। রাইমা সেনের ইনস্টাগ্রাম জু়ড়ে রয়েছে তার বিভিন্ন খোলামেলা ছবি। প্রত্যেক ছবির মন্তব্য বাক্সেই প্রায় এক চেহারা। কেউ কেউ তার রূপে মুগ্ধ।
Thank you for reading this post, don't forget to subscribe!কেউ কেউ তার শরীর নিয়ে অশ্লীল কথা বলছেন। সপ্তাহ খানেক আগে তার একটি ছবিতে একই রকম ভাবে ধেয়ে এসেছিল কুমন্তব্য। একটি খোলা ফ্রিজের সামনে বসে তিনি ছবি তুলেছিলেন। তার ‘পোজ’ দেখে নেটাগরিকদের প্রশ্ন, ঘরে বাথরুম নেই? ফ্রিজ খুলে তার সামনেই মলত্যাগ করছেন! কিন্তু রাইমা নেতিবাচকতার দিকে মন দিতে চান না। সে কথা তার ইনস্টাগ্রাম দেখেই স্পষ্ট। তিনি তার ফোটোশ্যুটের ঝাঁপি খুলে দিয়েছেন সেখানে। রাইমার ছবিগুলির মধ্যে কোনও একঘেয়েমি নজরে পড়ে না। নিয়ম করে চমক দিতে পছন্দ করেন তার অনুরাগীদের। শনিবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি ফুটে উঠেছে। ন্যান্সি সিনাত্রার বিখ্যাত গান চলছে নেপথ্যে, দেখা যাচ্ছে, নিজের মাথায় বন্দুক ধরেছেন রাইমা সেন। চোখে কালো চশমা। চুল খোলা। পরনে নীল টপ। পিছনে জানালা। ছবি দেখে মনে হচ্ছে না কোনও ফোটোশ্যুটের। সম্ভবত নিজের জন্যই এই ছবি তুলেছেন অভিনেত্রী। এই ছবির সঙ্গে পিছনে যে বিখ্যাত গান বাজছে, তার কথাগুলি হল, ‘সেপ্রতি বার এই যুদ্ধ জিতে যায়। সে আমাকে গুলি করল। আমি মাটিতে পড়ে গেলাম। ব্যাং ব্যাং সেই অদ্ভূত শব্দটা কানে এল।
এম/

