ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ১৫২ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন, ১ কেজি ১৯২ গ্রাম ২৫৫ পুরিয়া গাঁজা ও ৫১ টি গাঁজার গাছ, ১ লিটার দেশি মদ এবং ১০ হাজার ৮৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *