ডায়াল সিলেট ডেস্ক: রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের খালদার গ্রামে প্রতিপক্ষের লোকজনদের হামলায় ফখরুল মিয়া (৩৫), লিপন মিয়া (৪০), মোজাম্মেল মিয়া (১৮), মোতাব্বির হোসেন (১৬) ও লিটন মিয়া (৪৫) আহত হয়েছেন। হামলাকারীরা দোকানে হামলা-ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফখরুল মিয়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যান্য আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। লিটন মিয়াসহ অন্যান্য ভুক্তভোগী জানান- আলম উদ্দিন বিগত ৩ মাস আগে তার নিজ মালিকানাধীন দোকানে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় গত ২৯ সেপ্টেম্বর সকালে একই এলাকার আলম উদ্দিন (৪০), ছালাম মিয়া (৫৫), মতিন মিয়া (৪০), ছয়ফুল মিয়া (৩০), জহিরুল ইসলাম ওরফে বাট্টি মিয়া (৩০), শওকত মিয়া (২৫) ও লিকন মিয়াগংরা হামলা চালান। এ সময় বিসমিল্লাহ ভেরাইট্রিজ স্টোর নামীয় ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে নগদ টাকা ও মালামাল লুঠ করে নেয় হামলাকারীরা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের কাউকে না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!
