ডায়াল সিলেট ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়র পক্ষ থেকে দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (০৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান।
এছাড়াও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবন আদর্শ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফজালুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৭ জন দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

