৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী মার্কেট রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুর ১২টায় সমিতির সভাপতি মাসুদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য আল আমিন।
বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল বশর, উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি জি ডি রুমু ও মুহাম্মদ লুৎফুর রহমান, কার্যকরী কমিটির সদস্য মাওলানা আবুল কাহের, রোটারিয়ান কফিল উদ্দিন প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা গুলজার আহমদ ও সেতাব উদ্দিন খান প্রমুখ।

সভায় কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে জি.ডি রুমুকে আহ্বায়ক, মুহাম্মদ যুগ্ম আহ্বায়ক এবং লিটন আহমদকে সদস্যসচিব, মাহবুবুর রহমান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক, তমাল চৌধুরীকে অর্থ সম্পাদক এবং বাবুল আহমদ, সেলিম আহমদ, আল আমিন ও মামুনুর রহমানকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল বশর।
পরে বেলা ২টা ৩০ মিনিটে পুনরায় এক সভায় মিলিত হয়ে সমিতির বিদায়ী কার্যকরী কমিটি নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

