ডায়ালসিলেট ডেস্ক::রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের সহকারী চান মিয়াকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে গতরাতে ঘটনার পর ঘাতক অনাবিল পরিবহনের বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দেয় জনতা। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।
ডায়ালসিলেট এম/

