সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি মাহফুজুর রহমান মাসুম ও তারেকুল ইসলাম তারেককে আদালতে ১৬৪ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি জড়িতের কথা স্বীকার করেছেন।
রোববার (৪ অক্টোবর২০২০ইং) সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মো.জিয়াদুর রহমানের আদালতে তারেক ও মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে মাহফুজ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর কথা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। জবানবন্দি শেষে তাদের কারগারে প্রেরণ করা হয়েছে।
এ নিয়ে ধর্ষণ মামলায় মোট ৮জনের মধ্যে ৮জনই নিজেরা ঘটনাটি ঘটিয়েছে বলে আদালতে স্বীকার করে জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যারাতে এমসি কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়।

