রোজা রেখে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করা যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা শেষে একথা জানানো হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় আলেম সমাজ সর্বসম্মতভাবে জানায়, যেহেতু করোনাভাইরাসের ভ্যাকসিন মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।
এ বিষয়ে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একই মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করা যাবে।

