২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি

রোববার সিলেটে মাজার জিয়ারতে আসছেন মির্জা ফখরুল নেতাকর্মীদের উপস্থিতি থাকার আহবান মহানগর বিএনপি’র

রোববার সিলেটে মাজার জিয়ারতে আসছেন মির্জা ফখরুল নেতাকর্মীদের উপস্থিতি থাকার আহবান মহানগর বিএনপি’র

 

ডায়ালসিলেট ডেস্ক ::  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আগমন উপলক্ষে আগামীকাল রবিবার সময় সিলেট হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করবেন।

 

এ উপলক্ষে আগামীকাল রবিবার (২৪ অক্টোবর ২০২১ইং) সকাল ৮ ঘটিকার সময় হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

 

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });