ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!র্যাব- ৯ এর একটি বিশেষ অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট হতে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে । আটককৃত ব্যবসায়ী হলো জাসেমআলী (৩৫) । তিনি চুনারূঘাট উপজেলার নয়ানীবনগাঁও গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ।
র্যাব ৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয় সেপ্টেম্বর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবূ মুসা মো.শরীফুল ইসলাম এর নেতৃত্বে সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও স্কোয়াড কমান্ডার এএসপি আফসান-আল-আলম এর সমন্বয়ে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিভাগের শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেন।
তার বিরু্েদ্ধ সিলেটের বিভিন্ন থানা সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা সহ অসংখ্য মাদক মামলা রয়েছে। আটকের পর তাকে হবিগঞ্জ জেলার চুনারূঘাট থানায় হস্তান্তর করাহ য়েছে ।
এ/

