স্পোর্টস রিপোর্টার::

আগের ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনাল এক প্রকার নিশ্চিতই করে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। আনু্‌ষ্ঠানিকতার ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে হার এড়াতে পারলেই ফাইনালে চলে যাবে মারিয়া-তহুরারা। যা মোটেও কঠিন কিছু না বাংলাদেশের মেয়েদের জন্য। এ পর্যন্ত তিন ম্যাচে শ্রীলঙ্কা হজম করেছে ১৬ গোল। ভুটান, ভারত ও নেপালের কাছে বিধ্বস্ত হওয়া সেই লঙ্কানদের সামনে ফেবারিট বাংলাদেশ। তিন ম্যাচে শ্রীলঙ্কার পারফরম্যান্স এবং শক্তির বিশ্লেষণ করলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ কয় গোলে জিতবে সেই আলোচনায়ই সামনে চলে আসছে। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সন্ধ্যা ৭টায় লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের, যদি আজ বিকাল ৩টায় ভারতের বিপক্ষে নেপাল জিতে। সেক্ষেত্রে নেপালের সঙ্গে ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ওই ম্যাচে ভারত জিতলে তাদের মোকাবিলা করবে ছোটনের শিষ্যরা। বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতে বরাবরই সাফল্য বয়ে আনছে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফে শিরোপা জিতেছিল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা। এবারের প্রতিযোগিতাতেও শিরোপা জয়ের ভালো সুযোগ বাংলাদেশের জন্য। প্রথম নেপালের সঙ্গে ড্র এবং ভারতের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসের গ্রাফটা অনেক ওপরে তহুরা খাতুন-মনিকা চাকমাদের। তিন ম্যাচে নেপালের সমান ৭ পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থাকায় দুইয়ে বাংলাদেশ। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ভারত আছে টেবিলের তিন নম্বরে। ভুটানও শ্রীলঙ্কার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন ফাইনালে দুই টিকিটের দাবিদার তিন দল। সেক্ষেত্রে আজ দিনের প্রথম ম্যাচে ভারত জিতলে নয় পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হবে তাদের। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে এক পয়েন্ট দরকার হবে বাংলাদেশের। আর নেপাল জিতলে শ্রীলঙ্কা ম্যাচের আগেই ফাইনালে চলে যাবে মারিয়া-আঁখিরা। তাই বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিতই বলা চলে। তাদের সঙ্গী ভারত না নেপাল- সেটাই এখন দেখার বিষয়।

Thank you for reading this post, don't forget to subscribe!
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *